Attotshorgo By Karnival (Lyrics)
অসম ১২
মাতাল মুগ্ধ নৃত্য
ভাঙ্গা অদৃশ্য গলিতে
কান্না আমাকে ছুতে পারবে
না
ক্ষতগুলো আজ উজ্জ্বল নগ্ন
তোমার হাসির চুরি
বুকের তরঙ্গে রাখলাম
অতীত
বৃষ্টি ভেজা এক সকাল
কালো মূর্তি এসে হাত ধরে
আমার
হাতে দেখি হাতকড়া, মরিচা
তাতে
হৃদপিন্ডের জোরা সাপ
নেচে উঠেছে
তুমি খেলবে বলে
বিমূর্ত রেখার নিচে
তাকিয়ে দেখি অতীত কাদে
তুমি খেলবে বলে
আজ মাকড়সারাও নাচে
তোমার মনে(মনে) কি এ
প্রশ্ন জাগে?
ঘোলাটে
সে যাচ্ছে
পথে
ফিরে যাচ্ছে সে
পথে
দেয়নি দেখা আর
দেয়নি দেখা আর
ও যায়নি আমার সাথে
ফিরে যায় নি
সবুজ বাগান
শুন্য শহর সবুজ ধুলো
বেড়িয়ে পরি হারিয়ে যাই
ঘুম ঘুম চোখে সবুজ বাগানে
দুটি হাত মেলে হারিয়ে
যাই
পড়ে থাকি বেদনার ছায়ায়
সমস্ত শরীরে ভয় আমার
এত রস্যময়
স্বপ্ন ধোয়া নীল এ রঙ
এইতো সময় হারিয়ে যায়
প্রজাপতি হয়ে সবুজ
বাগানে
দুটি হাত মেলে হারিয়ে
যাই
পড়ে থাকি বেদনার ছায়ায়
সমস্ত শরীরে ভয় আমার
এত রস্যময়
অবান্তর
জলস্রোতে ফেরাতে পাই নি
ক্ষমার মত স্নিগ্ধ
আনন্দে
আলিঙ্গনের মহা উৎসবে
অবান্তর স্মৃতির গল্পে
এখনো পরে আছো
হারিয়ে যাওয়া
ছবির খোজে
ক্ষমতাময়ী ক্ষিপ্ত হাত
বোধহীন চক্রে
আত্নোৎস্বর্গ
স্বর্গ চাই না, নামব
নরকে
থাকুক জগত তোমার সেতু তে
থাকব আমি
রক্তক্ষরণে
দীপ্ত চোখে নির্বাসিত
প্রানহীন এ জগত
মরচে পরা এ কাব্যগ্রন্থে
স্পর্শ করব, পাথরের
মন্ত্রে
শব্দের ভীড়ে সাদা কালো
চোখে
তীব্র স্রোতে বীভৎস
নৃত্যে
অপদেবতা
অন্তরঙ্গ অবকাশ
অজস্র লাশের ভয়
মধ্যরাত্রে প্রলয়
অদৃশ্য কথা
ক্লান্ত সৈনিক
রিক্তের পিপাসায়
এক চোখে খেলছো তুমি
এক চোখে দেখছো তুমি
ভগ্নমনস্কতা
সময় কেটে যাচ্ছে, সে
ফিরে আসছে
তাকিয়ে দেখ সে পাশে নেই
সে দূরে হাসছে তাকিয়ে
দেখ
সে তোমার পাশে নেই
পথ হারা তুমি অতীতে
সবার মত ফিরে যেতে চাও
অদৃশ্য পথে ঘুরে ফিরে
দেখো অদৃশ্য স্বপ্ন
যা তুমি একে যাচ্ছো
নিজের ভেবে নিচ্ছো
সব ছিল মরীচিকা
সে দূরে হাসছে তাকিয়ে
দেখ
সে তোমার পাশে নেই
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন