Olosh Rog By Nemesis
অলস রোগ
আঁধার,ভোর জাগা চোখ নিয়ে
দেখি কত কি আমায় নিয়ে
আমার আধ কাটা জিব দিয়ে
বলি কি না বলি
কেউ কি আমায় শোনে?
শুকনো ঘাস
লাল আকাশ
অলস রোগ
দীর্ঘশ্বাস...
অলস রোগ...
আবার একলা ঘরে বসে থেকে
ছায়াগুলো আছে আমার সাথে
আমার মুছে যাওয়া চোখ দিয়ে
দেখি কি না দেখি
কেউ কি আমায় দেখে?
শুকনো ঘাস
লাল আকাশ
অলস রোগ
দীর্ঘশ্বাস...
ঘুম ভাঙ্গা এক সুরে
কে আছে কত দূরে?
রাত কাটে তাঁকে খুঁজে,কত দূরে
স্বপ্ন দেখা যায় ভুলে...
দূরে সরে দাঁড়ায়
তবু হাত বাড়ায়
দূরে সরে দাঁড়ায়
তবু হাত বাড়ায়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন