Vor By Nemesis


 ভোর

না-বলা কথায়
চুপচাপ চারিপাশ
অস্থিরতায়
সবার ভেতর ত্রাস
অধীরতায় অসহায়
ডুবে থাকি গভীরতায়
এ ভাবনায় ফিরে যাই
মেঘের ঘনঘটায়...
ভোর এলো
চোখ খোলা রেখো...
লুকিয়ে থাকে
হঠ্যাত ফিরে আসে
হারিয়ে গিয়ে
এসে দাঁড়ায় পাশে
থমকে আছে
সময় থেমে থাকে
তাকিয়ে আছে
অন্ধ বিশ্বাসে...
অধীরতায় অসহায়
ডুবে থাকি গভীরতায়
এ ভাবনায় ফিরে যাই
মেঘের ঘনঘটায়...
ভোর এলো
চোখ খোলা রেখো...
ভোরে আলো
মন খুলে দেখো...
এভাবে আর কতদিন?
চারিপাশে সব যেন মলিন
এভাবে আর কতদিন?
ভোর এলো
চোখ খোলা রেখো
ভোরে আলো
মন দিয়ে দেখো
ভোর এলো
চোখ খোলা রেখো...
ভোরে আলো
মন খুলে দেখো...

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ